বাংলাদেশিদের যে ৮টি কথা বিশ্বাস করেছেন তো ফেঁসেছেন
বাংলাদেশিরা আর কিছু পারুক কিংবা না পারুক, অজুহাত আর মিথ্যা বলাতে সেই লেভেলের ওস্তাদ। আর এইজন্যে এদের যেকোনো কথা বিশ্বাস করার আগে দুইবার ভেবে নেয়াটা বুদ্ধিমানের কাজ। চলুন তবে জেনে নেই, কোন কোন কথা সেগুলো-
১. “দোস্ত আমি রাস্তায়, ৫ মিনিটের মধ্যে আসতেসি”
২. “কি যে বলেন ভাবী, আমি আবার কাকে বলতে যাব”
৩. “বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না”
৪. “মামা উঠেন ভিতরে অনেক সিট খালি আছে”
৫. “এইবারের মতো কমে করে দেন ভাই, সামনে আরো অনেক কাজ আপনাকে এনে দিব”
৬. “দোস্ত আমিতো কিচ্ছু পারি না, আজকে নিশ্চিত ফেল”
৭. “এই দামে, এই কোয়ালিটির জিনিষ স্যার কোথাও পাবেন না!”
৮. “আমি অনেক ব্যস্ত ছিলাম তোমার টেক্সট দেখি নাই”
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!