বাংলাদেশি বাবারা যে ৮টি কথা কখনোই সন্তানদের বলে না
আমরা মোটামুটি সবাইই প্রায় কম বেশি জানি সব বাবারা সন্তানদের সাধারণত কী কী বলে থাকেন। কিন্তু আজ থাকছে বাংলাদেশী বাবারা যে সত্য কথাগুলো কখনোই সন্তানদের বলে না তার কিছু নমুনা। চলুন দেখে নেওয়া যাক।
১. তোর বয়সে আমরা পড়াশোনা করতাম না বললেই চলে, কলেজ ফাঁকি দিয়ে সিনেমা হলে যেতাম!
২. ইদানিং আড্ডা বেশি দিচ্ছিস, বেশ ভালো! আরো বেশি করে আড্ডা দিবি!
আমরাতো গাছের ডালে, পুকুরে, মাঠে-ময়দানে সমানে আড্ডা দিতাম
৩. এই বয়সে তোর এত্ত কম বন্ধু? আরেহ্ পুরো গ্রামের মানুষ আমাকে এক নামে চিনতো!
৪. চুল এতো ছোট রেখে হাদারামের মতো চেহারা করেছিস কেনো? এই বয়সে আমার কাঁধ পর্যন্ত চুল ছিল ছাগল কোথাকার!
৫. তোর মতো বয়সে কত গাছের আম, নারকেল আর বিভিন্ন ফল চুরি করে মজা করে খেয়েছি,
তার হিসেব নেই!
৬. জীবনে কত্ত প্রেমের চিঠি লিখলাম, প্রেমটাও ঠিকঠাক করতে পারিস না!
৭. কিসের সাত সমুদ্র তেরো নদী পার হয়ে স্কুলে যেতাম!
এগুলা সবই ফাপড়, শুধু পরীক্ষা দেয়ার সময় স্কুলে গেলেই হতো ক্লাস করা লাগতো না!
৮. দুষ্টামির জন্য যে তোর দাদার কাছে কত মাইর খেয়েছি! এখনো খুঁজলে বিশেষ জায়গায় দাগ পাওয়া যাবে মনে হয়!
আসলেই তো! ভেবে দেখেন, বাবারা যদি এভাবে কথা বলতো তাহলেই সবকিছু কিভাবে বদলে যেত। তাই না?
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!