অসময়ে এসে যে ৬টি বিজ্ঞাপন আমাদের বারমুডা ট্রায়াঙ্গেলে ফেলতো
মাঝে মাঝে আমরা এমন বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হই যা একেবারেই ভাষায় প্রকাশ করা সম্ভব না। তখন মাথাও ঠিকঠাক কাজ করে না। মানে, সবকিছুই ঠিক আছে তবু যেন কিছু ঠিক নেই। কি? বুঝতে পারছেন না, তাই না? চলুন নিচে দেয়া ব্যাপারগুলো একটু পড়ে আসি! তাহলেই বুঝবেন 😉
১. শৈশবে নায়ক রুবেলের ছবি দেখছি বাসায় সবার সাথে বসে। হুট্ করেই বিজ্ঞাপন-
ফেমিকন- যেন কাশফুলের নরম ছোয়া!
২. ছোট্টবেলার কথা। চলছে আলিফ লায়লা। মালিকা হামেরার হুংকারের মাঝে হুট্ করেই বিজ্ঞাপন বিরতি-
দুজনের সুখী জীবনের জন্য প্যান্থার!
৩. দেখছিলাম হুমায়ূন আহমেদের নাটক হাবলঙ্গের বাজার, তার মাঝেই হঠাৎ-
বাঁচতে হলে জানতে হবে!
৪. মোশারফের করিমের কমেডি নাটক দেখছিলাম বাসার সবাই মিলে। কোত্থেকে টিভি স্ক্রীনে উদয় –
কিরে তোরা সাতদিনে তিনবার খাট ভাঙলি! কেমনটা লাগে বলেন?
৫. ছোট বড় সব কাজিনরা মিলে অপূর্ব মিথিলার নাটক দেখছি। তার মাঝেই হঠাৎ চলে আসে-
জামাই দেখি ভূমিকম্প এক্সপার্ট! কিসের ভূমিকম্প?
৬. বিপিএল খেলা দেখছিলাম ভাই আর বাবার সাথে বসে। ওভারের বিরতিতে-
সংসার সুখের হয় আসল পুরুষের গুনে। প্যান্থার ডটেড, আসল পুরুষ!
এখন না হয় সবই বুঝি যে এগুলো অস্বাভাবিক কিছু নয়। কিন্তু তারপরও ওই বয়সে এই ঘটনাগুলোর সময় সত্যিই মাটি গর্ত করে লুকিয়ে যেতে ইচ্ছা হতো!
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!