যে ৮টি কারণে অফসিজনেই আমাদের ঘুরতে যাওয়া উচিত
প্রায় সবাইই সিজনে ঘুরতে যাওয়া প্রেফার করলেও অনেকেই আছেন যারা কিনা অফসিজনে ঘুরতে পছন্দ করেন। কিন্তু কেন? কারণ এর রয়েছে বিশেষ কিছু সুবিধা। চলুন জেনে নেয়া যাক সেই বিশেষ সুবিধাগুলো কী কী!
১. যারা ভিড় পছন্দ করেন না, তারা এসময় ঘুরতে পারেন খুব আরামে
২. হোটেল অনসিজনের তুলনায় অনেক কম টাকায় পাওয়া যায়
৩. এক জায়গা থেকে আরেক জায়গায় সহজেই মুভ করতে পারবেন
৪. খাবারদাবারের দামও থাকবে কম, পকেটের স্বাস্থ্য থাকবে ভালো
৫. যারা একটু উচ্চবংশীয়, মানে প্লেন ছাড়া যাদের চলেই না, তারা প্লেনের টিকেটও পাবেন কম খরচে
৬. ছবি তোলার সময় আশেপাশের মানুষের জন্য বিরক্ত কম হবেন
৭. যেকোনো কিছুতেই লাইন ধরার ঝামেলা থাকবে কম
৮. আসলে অফসিজনে সবকিছুতেই চাপ কম থাকবে, তাই একটি চাপবিহীন ঘুরাঘুরির এক্সপেরিয়েন্স নিয়ে আসতে পারবেন
তাই এখন থেকে আর অফসিজনে যাওয়া উচিত হবে না, এমন ধারণা থেকে বের হন!