GifGari

First Bangladeshi GIF & Sticker Library

লাইফের ৮টি গভীর বেদনার মুহূর্ত GIF এ GIF এ দেখে নিন

bangla funny content

লাইফে কিছু বেদনা আছে যেগুলো এতই গভীর যে এসব বেদনা নিয়ে কথা বলতে গেলেও মন বেদনায় ভারাক্রান্ত হয়ে যায়। তেমন কিছু বেদনারই স্যাম্পল দেয়া হলো, আপনাদের জন্য।

১. প্রতিদিন ঠিকঠাক সময়মতো অফিস গিয়ে, যেদিন কোনো কারণে দেরি হয়, সেদিনই বসের সামনে যখন পড়ে যাই

২. আড্ডায় অন্যদের হাসানোর জন্য হাসির কিছু বলার পর যখন কেউ হাসে না

৩. বন্ধুরা যখন ফেসবুকের পুরনো কোন ছবি/স্ট্যাটাস খুঁজে পেয়ে সেখানে গণহারে লাইক কমেন্ট করা শুরু করে

৪. শীতের রাতে লেপ গরম হয়ে যাওয়ার পর যখন হিসু চাপে

৫. কারও সিরিয়াস ঘরানার লেকচারের সময় যখন হাসি আটকে রাখতে না পেরে হেসে ফেলি

৬. কোথাও যাওয়ার তাড়া আছে এমন সময় পিসি শাট ডাউনের বদলে যখন রিস্টার্ট দিয়ে দেই

৭. কারো সাথে চ্যাটের স্ক্রিনশট নিয়ে যখন তাকেই আবার সেই স্ক্রিনশট পাঠিয়ে দেই

৮. হ্যান্ডশেক করার জন্য কারো দিকে হাত বাড়ানোর পর সে যখন হাত বাড়ায় না

এমন গভীর বেদনায় হাবুডুবু খেয়েছেন কখনো?

To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!🇧🇩

error: Content is protected !!