যে ৮টি লক্ষন প্রমাণ করে আপনি একজন খাঁটি ওমর সানী
আমাদের প্রিয় অভিনেতা ওমর সানী। থেমে থেমে কথা বলা, প্রেমে অতিরিক্ত ইমোশনাল হয়ে যাওয়া সহ, প্রায় ছবিতে চাবুক দিয়ে মার খাওয়াকে তিনি রুটিন ওয়ার্ক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তবে সিনেমাতে যেমন তেমন হলেও বাস্তব জীবনে কিন্তু ওমর সানী একজন দারুণ মজার মানুষ। আজ জেনে নিন নিজের কোন কোন স্বভাবগুলোর জন্য আপনি নিজেও একজন ওমর সানী!
১. আপনি একটু বেশী আবেগি, উনিশ থেকে বিশ হলেই কান্নাকাটি করেন
২. বরাবরই মানুষকে সরল মনে বিশ্বাস করেন
৩. মানুষ আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার মনে চাবুক দিয়ে আঘাত করে
৪. কেউ আপনার আচরণ নিয়ে হাসি ঠাট্টা করলে আপনি সেগুলোর কড়া জবাব দেন
৫. আপনি একজন প্রকৃত প্রেমিক, কারো মন নিয়ে হকি খেলা পছন্দ করেন না
৬. তাই পার্টনার হিসেবে আপনার জুড়ি মেলা ভার
৭. আপনার রসবোধ অনেকেই না বুঝে অপমানিত বোধ করে
৮. এবং আপনি বেশ রসিক স্বভাবের একজন মানুষ
কি মনে হয়? কয়টা মিললো? মিলে গেলে কমেন্ট করে জানাতে ভুলবেন না!
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!