রমজান মাসে চারপাশে যে ১০ ধরনের রোজাদারের দেখা মেলে
রমজান মাস এলেই আমাদের জীবন যাপনে আসে পরিবর্তন। আমাদের চারপাশেই বিভিন্ন চরিত্রের রোজাদারের দেখা মিলে। মিলিয়ে দেখুন এমন কাউকে আপনি চেনেন কিনা! (নাকি আপনি নিজেই এমন কেউ?)
১. যারা সেহরী খেয়ে ঘুমিয়ে একবারে ইফতারের আগে মুহূর্তে ঘুম থেকে উঠে
২. যারা সারাদিন ঘড়ির সময় দেখে আর ভাবে কখন ইফতারের সময় আসবে
৩. যারা রোজা রেখে দিনের অর্ধেক সময় ঘুমায় আর বাকি অর্ধেক সময় প্ল্যান করতে থাকে কি দিয়ে ইফতার করবে
৪. যারা প্রতিদিন ফেসবুকে ইফতার ডান আর সেহরী ডান স্ট্যাটাস দেয়
৫. যারা সেহরি আর ইফতারে পানি খেতে খেতে পেটটাকে একেবারে পানির ড্রাম বানিয়ে ফেলে
৬. যারা ইফতার করে আর ঘুমায় না এই ভয়ে যে সেহরিতে আবার উঠতে পারবে কিনা!
৭. যারা কোনোরকম ইফতার করেই দৌড় দেয় চা-বিড়ি খাওয়ার জন্য
৮. যারা রোজা রেখে কথায় কথায় নানা অজুহাত দিয়ে বলে আজ অনেক ক্লান্ত, কিন্তু খাওয়ার সময় ঠিকই একদম চাঙ্গা থাকে
৯. যারা বাসায় থেকেও সারাদিন ৩বার গোসল করে আর বলে আজ অনেক গরম পড়েছে
১০. যারা চিকন জিলাপি নাকি মোটা জিলাপি দিয়ে ইফতার করবে তা নিয়ে সবার সাথে তর্ক জুড়ে দেয়
তো কয়টা মিল খুঁজে পেলেন? খুঁজে পান কিংবা না, কমেন্ট করে জানাতে ভুলবেন না!
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!