মাস্ক পরার যে ৮টি বাড়তি সুবিধা সম্পর্কে না জানলে ক্ষতি আছে
করোনার এই মহামারীতেও অনেকেই মাস্ক পরেন না, উল্টো জিজ্ঞেস করলে হাস্যকর যুক্তি দেখানো শুরু করেন। তাই আপনাদেরকে বলতে চাই, দোহাই লাগে ভাই করোনার জন্য না হলেও অন্তত এই বাড়তি সুবিধাগুলোর জন্যে হলেও মাস্ক পরুন। নিজে সুস্থ থাকুন এবং অন্যদেরকেও সুস্থ থাকতে দিন।
১. মাস্ক এ মুখ ঢাকা থাকায়, রাস্তায় হুটহাট কোন পাওনাদারের সাথে দেখা হয়ে গেলেও চেনার সম্ভাবনা নেই
২. বাইরে যাওয়ার জন্য মেকআপ করার বাড়তি ঝামেলার দরকার নেই, কারণ মুখ এমনেই কেউ দেখবে না
৩. বয়ফ্রেন্ড/গার্লফ্রেন্ড এর সাথে ঘোরাঘুরি নিয়েও কোনো চিন্তা নেই, কারণ পাড়া-প্রতিবেশী কিংবা আত্নীয়স্ব্জন দেখলেও চিনতে পারবে না
৪. গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড কে মিথ্যা বলে অন্য কারো সাথে ঘুরলেও ধরা পড়ার চান্স একদম শূন্যের কোঠায়
৫. বাজে অবস্থায় বাসা থেকে বের হয়ে ক্রাশের সামনে পড়ে গেলেও সমস্যা নেই, মুখে মাস্ক থাকায় ক্রাশ সেটা একদমই বুঝতে পারবে না। এই খুশিতে…
৬. কড়া রোদ আর ধুলাবালি থেকে রক্ষা পাওয়ায় স্কিন প্রব্লেমও অনেক কম হয়
৭. রাস্তায় ধুলা কিংবা ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় কষ্ট করে আর নাক ঢাকতে হয় না!
৮. কারও উপর প্রচন্ড বিরক্ত হলেও মুখ দেখে তা বুঝার কোন উপায় থাকে না বলে লুকানোর ট্রাই না করলেও চলে
বুঝলেন তো মাস্ক পরলে করোনা থেকে বাঁচার এবং বাঁচানোর পাশাপাশি আরও কত কত সুবিধা। যদি তারপরও না বুঝেন, তাহলে আপনি প্লিজ ইলন মাস্কের সাথে দেখা করে মহল গ্রহে চলে যান।
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!