যে ৬টি কারণে female friendship একটু বেশিই special
Friendship মানেই ব্যাপারটা আর দশটা স্বাভাবিক সম্পর্কের মতো নয়। আর যদি তা হয় female friendship, তাহলে তো কথাই নেই!
কেন? তাহলে তা নিজ দায়িত্বে জেনে নিন নিচে দেয়া কারণগুলো থেকে-
১. মুখে কোনো কিছু না বলেও একে অপরের চোখের ভাষা বুঝতে পারা
২. নিজেদের সিক্রেটগুলো কারো সাথে শেয়ার না করা
৩. দুই জনের একই নায়ক/সেলেব্রেটির উপর ক্রাশ খাওয়া এবং তা নিয়ে একইসাথে fangirling করা
৪. মেকআপ আর আউটফিট নিয়ে সবসময় একে অপরকে honest ওপিনিয়ন দেয়া
৫. সকল বিপদ এবং প্যারা দুইজন একসাথে সামাল দেয়া
৬. পরিবার, প্রেম কিংবা চাকরি জীবনের শত ঝামেলা চললেও, নিজেদের বন্ধুত্বের মাঝে কিছু না আসতে দেয়া
To find more Bangladeshi GIFs like this, Search “Gifgari” now!