GIF ফরম্যাট কি, কে এবং কেন আবিষ্কার করেছিলেন?
GF সম্পর্কে আপনার সেই লেভেলের ধারণা থাকলেও, GIF ফরম্যাট সম্পর্কে আপনি হয়তো জানেন না। যদিও আপনি ইন্টারনেটের বিশাল দুনিয়ায় কোথাও না কোথাও GIF দেখেছেন বহুবার এবং প্রতিনিয়ত দেখছেন। বিশেষ করে. ফেসবুকে কারও স্ট্যাটাস কিংবা কমেন্টের নিচে অথবা ইনবক্সে কিংবা বিভিন্ন ওয়েবসাইটের আনাচে কানাচে এদের মেলে সবচেয়ে বেশি। স্টিল ইমেজের তুলনায় GIF এর মাধ্যমে ইমোশনের ব্যাকগ্রাউন্ড আরও ভালোভাবে ফুটিয়ে তোলা যায় বলে এই জেনারেশেনের কাছে GIF ব্যবহারের মাত্রা বেড়েছে হু হু করে।
Because people use GIFs to express themselves in a way that punctuation, caps lock, or an emoji just can’t.
চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক, কি এই GIF এবং কোথা থেকে এলো এই GIF আর কেনোই বা আবির্ভাব হলো এই ফরম্যাটের!
GIF কি?
GIF মানে Graphic Interchange Format (GIF)
GIF ফরম্যাট হলো এক ধরণের ইমেজ ফাইল, অর্থাৎ এটি মূলত এনিমেটেড ইমেজ। এনিমেটেড র্যাস্টার গ্রাফিক্সের এক্সটেনশন হিসেবে এই
ফরম্যাটটি ব্যবহৃত হয়। JPEG এবং PNG ফাইল ফরম্যাটের মতোই এটি ব্যবহৃত হয়, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এই ফরম্যাটের একটি বিশেষ ফিচার রয়েছে যা দিয়ে ইমেজে ভিডিওর মতো এনিমেশন বানানো যায়।
নিচে দেয়া ছবিটি দেখুন-
এটি দেখতে ভিডিও মনে হলেও এটি আসলে ছবি অর্থাৎ এনিমেটেড GIF
GIF ফরম্যাট কবে, কোথায় এবং কে আবিষ্কার করেন?
১৯৮৭ সালে CompuServe Information Service নামক আমেরিকান একটি IT প্রতিষ্ঠানের বিজ্ঞানী Steve Wilhite ও তার দল সর্বপ্রথম GIF ফরম্যাট নিয়ে কাজ করেন।
পরবর্তীতে Prodigy এবং American Online নামক আরও দুটি IT প্রতিষ্ঠান এই ফরম্যাট নিয়ে কাজ করেন। এর ধারাবাহিকতায় এই ফরম্যাটের চূড়ান্ত রূপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ১৯৯৪ সালে।
কেন আবিষ্কার করেছিলেন?
Steve Wilhite যখন CompuServe Information Service এ কাজ করতেন তখন তার উপর দায়িত্ব এলো কি করে ইমেজ ফাইলের সাইজ কমানো যায়। কেননা এতে করে ইমেজ ফাইলগুলো ইমেইলে পাঠানো আরও সহজতর হবে। পরবর্তীতে Steve Wilhite ও তার দল মিলে অনেক গবেষণা করলেন ইমেজের কালার নিয়ে, কেননা স্বাভাবিক ইমেজের কালারের পরিমান কমাতে পারলেই মূল সাইজ কমানো সম্ভব। তাই তারা নতুন করে একটি ইমেজ কম্প্রেশন এলগোরিদম তৈরী করেন। তবে এক্ষেত্রে চ্যালেঞ্জ ছিল যে ইমেজের কালার কমাতে গিয়ে কোয়ালিটি যেন কমে না যায়। কিন্তু অনেকদিনের চেষ্টায় তিনি ও তার দল সফল হন এবং তিনি নামকরন করেন Graphic Interchange Format যা শুধুমাত্র কম্পিউটার থেকে কম্পিউটারেই পাঠানো সম্ভব। আর সেখানেই জন্ম নিল, GIF!
তবে শুরুতে এটা ইমেজ ফাইল হিসেবে থাকলেও এরপর অনেকেই এই ফরম্যাট নিয়ে কাজ করেছেন এবং ধীরে ধীরে এই ফরম্যাটটিকে আরও বেশি আধুনিক ও জনপ্রিয় করে তুলেছেন সবার কাছে।
To find Bangladeshi GIFs, Search “Gifgari” now!